এর আগেও ত্রিপুরার হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু’জন মন্ত্রী। কিন্তু এদের কেউই ত্রিপুরার ছিলেননা। এর মধ্যে একজন ছিলেন পশ্চিমবঙ্গের এবং অন্যজন ছিলেন আসামের। এবার সেই বহিরাগতের তকমা ঝেড়ে ফেললো ত্রিপুরা। প্রথম কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেন পশ্চিম ত্রিপুরার প্রতিমা ভৌমিক। এক সাথে দুটি রেকর্ড গড়লেন তিনি। এক, তিনি ত্রিপুরা থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী। দুই, তিনি ত্রিপুরার প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী।
৭ জুলাই (২০২১) বুধবার ত্ৰিপুরার প্ৰথম কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিসেবে শপথ নেন পশ্চিম ত্ৰিপুরার সাংসদ প্ৰতিমা ভৌমিক।
উল্লেখ্য, এর আগে বাইরের যে দু’জন মন্ত্রী ত্রিপুরার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারা হলেন আসামের সন্তোষমোহন দেব ও পশ্চিমবঙ্গের ত্ৰিগুণা সেন। কিন্তু প্রতিমা ভৌমিক হচ্ছেন ত্রিপুরা থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী।
৫২ বছর বয়সী এই মহিলা সাংসদ ২০১৯ সালে পশ্চিম ত্ৰিপুরা লোকসভা সমষ্টি থেকে নিৰ্বাচিত হয়েছিলেন।
সিপাহীজলা জেলার ধনপুরের বাসিন্দা প্ৰতিমা ভৌমিক ত্ৰিপুরার ওমেনস কলেজ থেক স্নাতক ডিগ্ৰি গ্ৰহণ করেছিলেন।