করোনা আতঙ্কের মধ্যে রাজ্যবাসীক স্বস্তি দিয়ে অসমে এসে পৌঁছলো অক্সিজেন এক্সপ্রেস। জামশেদপুর থেকে অসমে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন এলো। আজ রবিবার দুপুর ১২টার সময় আমিনগাঁওর ইনল্যান্ড কণ্টেইনার ডিপো (Inland Container Depot)তে চারটি কোচে করে ৮০ মেট্ৰিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে উপস্থিত হয় অক্সিজেন এক্সপ্ৰেসটি। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আনুষ্ঠআনিকভাৱে গ্ৰহণ করেন এই অক্সিজেন।
রাজ্যে প্ৰতি সপ্তাহে দুই বার আসবে অক্সিজেন এক্সপ্ৰেস। নিয়মিত এই অক্সিজেন রাজ্যে এলে সঙ্কট দূর হবে বলে মনে করা হচ্ছে। উত্তর পূর্বের রাজ্য গুলিতেও এই অক্সিজেন পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত।
রাজ্যের ভয়াল পরিস্থিতির মধ্যে এই অক্সিজেন করোনা রোগীদের জন্য যেন সঞ্জীবনী হয়ে এসেছে। ভারতীয় রেল সমগ্ৰ দেশে প্ৰতিদিন বিভিন্ন রাজ্যে অক্সিজেন যোগান দিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে এভাবেই আমাদের শক্তিশালী করে তুলছে।